রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৮ এএম, ২৫ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৫৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ জুলাই পর্যন্ত।
তিনদিনের ভর্তি পরীক্ষার প্রথম দিনে আজ সোমবার সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এ (মানবিক) ইউনিট ও বুধবার বি (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।
এর মধ্যে এ ইউনিটে আছে কলা, আইন, সামাজিকবিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। বি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।
বিশেষ কোটাসহ মোট আসনসংখ্যা ৪ হাজার ৬৪১টি। এ আসনের বিপরীতে মোট এক লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে এ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, বি ইউনিটে ৩৮ হাজার ৬২১টি ও সি ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়। একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন।
এক ঘণ্টার এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবেন না। পরীক্ষার হলে মোবাইলফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষের প্রবেশদ্বার খুলে দেয়া হবে।