প্রফেসর মোর্শেদের বাসা ছাড়ার নোটিশে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রুয়েট এর নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:২৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান কে তাঁর ক্যাম্পাসের বাসা ছাড়ার নোটিশ প্রদানে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান কে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর আবাসিক বাসা ছাড়ার নোটিশ প্রদান করেছে বলে আমরা অবগত হয়েছি।
ইতোপূর্বে উক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রবন্ধের কারণে ২০২০ সালের শেষ দিকে প্রফেসর খানের বিরুদ্ধে ইতিহাস অবমাননার অভিযোগ এনে তাঁকে অন্যায় ভাবে চাকুরিচ্যুত করে। যে কোন বিশ্ববিদ্যালয় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য মুক্তচিন্তা চর্চাও বিকাশের স্থান। অথচ, পত্রিকায় প্রবন্ধ লিখে মতামত প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিহিংসা পরায়ণ হয়ে তাঁকে চাকুরিচ্যুত করে। প্রফেসর খান চাকুরি ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত তাঁর আবেদন গ্রহণ পূর্বক তাঁকে চাকুরি হতে অপসারণের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা জানতে চেয়ে রুল জারি করেছেন বলে আমরা অবগত হয়েছি। অর্থাৎ উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তির আগেই তাঁকে বাসা হতে উচ্ছেদের প্রক্রিয়া গ্রহণ নজির বিহীন, অমানবিক এবং সম্পূর্ণ ভাবে অগ্রহণযোগ্য। আমরা প্রফেসর খানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ গ্রহণে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
আমরা জানতে পেরেছি, প্রফেসর খান তাঁর অসুস্থ স্ত্রী ও সন্তান নিয়ে উক্ত বাসায় অবস্থান করছেন। এমতাবস্থায়, মানবিক বিবেচনায় এবং উচ্চ আদালতের প্রতিসম্মান জানিয়ে বিষয়টির আইনি নিস্পত্তি নাহওয়া পর্যন্ত বাসা ছাড়ার নোটিশ প্রত্যাহার বা স্থগিত করতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আহবান জানাচ্ছি।
একইসাথে আমরা আশাকরি উচ্চ আদালতে প্রফেসর ড. মোর্শেদ হাসান খান ন্যায় বিচার পাবেন এবং অচিরেই স্বপদে পুনর্বহাল হবেন।