ঢাবি শিক্ষককে বাসা ছেড়ে দেয়ার নোটিশ প্রত্যাহারের দাবি ইবি সাদা দলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ পিএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)-এর মহাসচিব এবং ড. মোর্শেদ হাসান খানকে ঢাবি কর্তৃপক্ষ কর্তৃক ক্যাম্পাসস্থ বাসা ছেড়ে দেয়ার নোটিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি পন্থী শিক্ষক সংগঠন সাদা দল। একই সাথে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. শরফরাজ নেওয়াজ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দরা বলেন, একটি জাতীয় দৈনিকে প্রবন্ধ লেখার কারণে অধ্যাপক মোর্শেদ হাসান খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে চাকুরী থেকে অব্যাহতি দেন। তিনি আদালতের দারস্থ হলে আদালত বিষয়টির উপর রুলনিশি জারী করেন। বিষয়টি এখনও বিচারাধীন। এমতাবস্থায় তাঁকে বাসা ছাড়ার নোটিশ প্রদান করা চরম অন্যায় এবং অমানবিক বলে আমরা মনে করি। বিষয়টি আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তির পূর্বে বাসা ছাড়ার নোটিশটি অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য ঢাবি কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।