ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, ৯১ শতাংশই ফেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ এএম, ৫ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৫৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে৷ এ পরীক্ষায় অংশ নেওয়া ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থীর মধ্যে ৩টি শাখায় মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১১১ জন। পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ৷ ১ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন৷
আজ মঙ্গলবার (৫ জুলাই) বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'ঘ' ইউনিটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷ 'ঘ' ইউনিট বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে পরিচিত৷ গত ১১ জুন এই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিল৷
'ঘ' ইউনিটের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারছেন৷ এ ছাড়া মুঠোফোনের ম্যাসেজ অপশনে রবি, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU GHA Roll No টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাচ্ছে৷
‘ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ৭ জুলাই বেলা ৩টা থেকে ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে৷ কোটায় আবেদনকারীদের ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে৷ কারও ফলাফল নিয়ে সন্দেহ থাকলে তা নিরীক্ষার জন্য এক হাজার টাকা ফি দেওয়া সাপেক্ষে ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত অনুষদের ডিন কার্যালয়ে আবেদন করা যাবে৷
‘ঘ’ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটি সম্মিলিত ইউনিট৷ এখানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক–তিন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাই অংশ নিতে পারেন৷ একে বিভাগ পরিবর্তন ইউনিটও বলা হয়ে থাকে৷ এই ইউনিটের মাধ্যমে ১১টি অনুষদ ও ইনস্টিটিউটের ৫৫টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়৷ এবারই শেষবারের মতো 'ঘ' ইউনিটের পরীক্ষা হয়েছে৷ ২০২২–২৩ থেকে 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' নামে একটি সম্মিলিত ইউনিট হতে যাচ্ছে৷
"তিন শাখা থেকে প্রথম যাঁরা"
'ঘ' ইউনিটের ফলাফল প্রকাশের সময় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে প্রথম হওয়া তিনজনের নাম প্রকাশ করেন উপাচার্য৷
বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন ঝিনাইদহের সরকারি কে এম এইচ কলেজের ছাত্র অনন্য গাঙ্গুলী৷ তাঁর মোট নম্বর ১০৩ দশমিক ৯৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৩ দশমিক ৯৫)৷
ব্যবসায় শিক্ষা শাখায় প্রথম হয়েছেন ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের ছাত্রী আয়শা জাহান সামিয়া৷ তাঁর মোট নম্বর ৯৩ দশমিক ১০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৩ দশমিক ১০)৷
মানবিক শাখায় প্রথম হয়েছেন ঢাকার নটরডেম কলেজের ছাত্র মো. তানজিদ হাসান আকাশ৷ তাঁর মোট নম্বর ১০৩ দশমিক ৪৪৷ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৪)৷