এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১০:২৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
এসএসসির পর বন্যা পরিস্থিতি অবনতির কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বন্যা পরিস্থিতির অবনতির কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২০ সালের বি. এড অনার্স ১ম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বি.এড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত এই দু’টি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।