খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হোক : ইউট্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্র্যাসি ও বিএনপির চেয়ারপারসন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান আজ শনিবার (১১ জুন-২০২২) এক বিবৃতিতে বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। আমরা গণমাধ্যমে জেনেছি যে, শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ইতিমধ্যে পরামর্শ দিয়েছেন যে, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকী নেই। কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার আহবান জানাই। এক্ষেত্রে দলীয় সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে চলার আহ্বান করছি। অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে সেজন্য সম্পূর্ণরুপে দায়ী থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
তারা বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। আমরা মনে করি, দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, একজন নারী হিসেবে উপরন্তু একজন জেলবন্দি ব্যক্তির যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ। তার মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা তাই আদালতের মাধ্যমে তাকে স্থায়ী জামিনে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক (র:) বিমানবন্দরে তাকে ও পরিবারের সদস্যদেরকে অহেতুক হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইউট্যাব।