ঢাকায় স্বামীর বাড়িতে এসে জীবন দিলেন রাবির দিশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৬ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১০:৫৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
আজ সোমবার (৬ জুন) বেলা ১২টায় ঢাকায় স্বামীর বাসায় এ ঘটনা ঘটেছে।
জান্নাতুল মাওয়া দিশা নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি যশোর জেলায়। সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিশার লাশ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে আছে।
বিভাগ সূত্রে জানা যাচ্ছে, দু-বছর আগে তার বিয়ে হয়। স্বামীর ব্যবসা সূত্রে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। আজ দুপুর ১২টায় নিজ রুমে ফাঁস দেন তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম ফারুক হোসাইন বলেন, সে মারা গিয়েছে এটা আমি নিশ্চিত হয়েছি। তবে এটি অত্যন্ত দুঃখজনক। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কীভাবে মারা গেছে এ সম্পর্কে এখনো কিছু জানি না।