সিলেট এম-সি কলেজে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৫ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সিলেট এম-সি (মুরালি চাঁদ) কলেজের নতুন হোস্টেলে এক শিক্ষার্থীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ।
আজ বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষ থেকে স্মৃতি নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্মৃতি ছিল এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।
এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ তৌফিক এজদানী চৌধুরী জানান, স্মৃতি নামের ওই ছাত্রী নতুন ছাত্রী হোস্টেলের চার তলায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, রাতেই আত্মহত্যা করেছে স্মৃতি। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে বিষয়টি জানানো হয় এসএমপি শাহপরান (রহ.) থানা পুলিশকে। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। সকাল দশটার দিকে শাহপরাণ (র.) থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখার পর জানা যাবে।