সাত কলেজের আজকের পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স তৃতীয় বর্ষের আজ বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষা পিছিয়ে ২১ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাকি পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী হবে।