জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নূরুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪১ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১০:০৮ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মো. নূরুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাপক মো. নূরুল আলম সদ্য সাবেক উপাচার্য ফারজানা ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।