পরীক্ষার ফি ও হলে খাবারের দাম কমানোর দাবিতে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ পিএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:২১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানো এবং আবাসিক হল গুলোতে খাবারের দাম কমানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১.৩০ টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃবৃন্দ উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন, পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিল। এ সময় নেতা-কর্মীরা আবেদন ফি কমানো এবং হলগুলোতে খাবারের দাম কমানোর দাবিতে মুহুর্মুহু স্লোগানে ক্যাম্পাসকে মুখরিত রাখে।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাজিদ হাসান বাবু, কে এম মুসাব্বির শাফি, মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক মুহিনউদ্দীন রাজু, তবিবুর রহমান সাগর, মিজানুর রহমান শরীফ, আব্দুল্লাহ আল জোবায়ের বাবু, আরিফুল হক, মাহাবুব মিয়া, মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, সহ-সাধারণ সম্পাদক ইজাজ শাহ, জামিল হোসেন, শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমান, যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন, নাছির উদ্দীন নাছির, খোরশেদ আলম সোহেল, শাহজাহান শাওন, ওয়ালিউর রহমান জনি, আশিকুর রহমান, সজীব মজুমদার, এ বি এম ইজাজুল কবির রুয়েল, হাসান আল আরিফ, জেহাদুল ইসালাম রঞ্জু, শরীফুল ইসলাম প্রধান, কাজী শামসুল হুদা, মাহমুদুল হাসান রনি, এনামুল হক এনাম, মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দীন, মাসুদুর রহমান মাসুদ, মোস্তাফিজুর রহমান রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ হলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।