জবির ১১ শিক্ষার্থীকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ পিএম, ৪ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত ৩০ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি আজই জানা যায়। অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ম করা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও বিভিন্ন স্থানে সরকার বিরোধী স্লোগান দিয়ে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ম করায় তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
১১ জন শিক্ষার্থী হলেন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহীম আলী, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ইসরাফিল হোসেন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের আল মামুন রিপন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের মো. রওসন উল ফেরদৌস, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বাংলা
বিভাগের শ্রাবণ ইসলাম রাহাত, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের মো. ফাহাদ হোসেন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. ওবায়দুল ইসলাম, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের মো. শাহিন ইসলাম, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের আব্দুর রহমান। জানা যায়, গত ২৪ মার্চ মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেস থেকে অভিযান চালিয়ে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করেন কোতোয়ালি থানা পুলিশ।