পর্নোগ্রাফি মামলায় চমেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৩ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
প্রেমিকার দায়ের করা পর্নোগ্রাফি মামলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অনর্ব পাল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গতকাল শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানী খিলক্ষেত থানায় তার বিরুদ্ধে মামলা ছিল বলে জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেফতার হওয়া অর্নব পাল কুমিল্লা জেলার সদর দক্ষিণের মনোহরপুর দুধবাজার এলাকার শ্রী রুপ পালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার বাসিন্দা ২৫ বছর বয়সী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনর্ব পালের। দীর্ঘদিন এ সম্পর্কের কারণে ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও করে। কিন্তু ওই মেয়ে বিয়ের জন্য জোর করলে পরে অস্বৃকীতি জানায় অর্নব। পাশাপাশি গোপণে অর্নব ওই মেয়ের ধারণ করা অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকে।
সর্বশেষ ২০২১ সালের ১ অক্টোবর বিকেল ৪টায় খিলক্ষেত এলাকার একটি স্থানে ডেকে নিয়ে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন অর্নব। এ ঘটনায় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ওই মেয়ে বাদি হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করে। ওই মামলায় শুক্রবার রাতে খিলক্ষেত থানা পুলিশ ও পাঁচলাইশ থানা পুলিশের দুটি টিম এসে গ্রেফতার করে অর্নব পালকে।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) বলেন, রাজধানীর খিলক্ষেত থানা থেকে একটি টিম চট্টগ্রামে এসে চমেকের এক ডাক্তার আসামীকে গ্রেফতার করতে আসে। আইনত নিয়ম অনুযায়ী আমরা তাদের সহযোগিতা করেছি। রাতেই তাকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়।