ইবির স্মৃতিসৌধে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের মারামারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামী লীগপন্থি দুই শিক্ষক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্মৃতিসৌধে সকাল সাড়ে নয়টার দিকে প্রো-ভিসি ও ট্রেজারারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শ্রদ্ধাঞ্জলি জানায়। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও শিক্ষক-ছাত্র সংগঠন ফুল দেয়া শুরু করে।
একসময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটের শিক্ষকরা ফুল দিতে বেদিতে উঠেন। বেদিতে উঠতে গেলে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর শফিকুল ইসলামের সাথে বাকবিতণ্ডা হয়। পরে সেখানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত কমিটির শিক্ষকরা গেলে উভয়ের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা মারামারিতে রূপ নেয়। পরে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারারের সামনেই সামনেই হাতাহাতি শুরু করে।
একপর্যায়ে কেন্দ্রঘোষিত বঙ্গবন্ধু পরিষদের নেতাদের অপরপক্ষের বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের ফুলের ডালি ভেঙে দিতে দেখা যায়।