রুয়েট শিক্ষক সমিতি নির্বাচনে রাজ্জাক-রবিউলের নেতৃত্বে জাতীয়তাবাদী প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২ এএম, ২৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১৮ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বৈষম্য দূর এবং শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলোকে আমলে নিয়ে একুশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের প্যানেল গঠিত হয়েছে।
ঘোষিত এ প্যানেলে সভাপতি পদে রুয়েট শিক্ষক সমিতির সাবেক সভাপতি, তড়িত প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার প্রার্থী হিসেবে লড়ছেন।
প্যানেলে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মীর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গ্লাস এন্ড সিরামিক প্রকৌশল বিভাগের ড. বদিউল ইসলাম, কোষাধ্যক্ষ পদে যন্ত্রকৌশলের তাসনুভা তাবাস্সুম চৌধুরি, সদস্য পদে যথাক্রমে লড়ছেন অধ্যাপক ড. সৈয়দ আবদুল মফিজ, অধ্যাপক ড. সাইফুর রহমান, অধ্যাপক ড. এইচ এম রাসেল এবং অধ্যাপক ড. সামিউল হাবিব।