ভাষা শহীদদের স্মরণে ইবি জিয়া পরিষদ, সাদা দল ও ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৫ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মাতৃভাষা বাঙলার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দরা।
জিয়া পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. রাশিদুজ্জামান, জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মঞ্জুরুল হক, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম ও প্রফেসর ড. শাহিনুজ্জামান প্রমূখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাদা দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে দলের আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব প্রফেসর ড. শরফরাজ নেওয়াজের নেতৃত্বে প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার হোসেন ও প্রফেসর ড. মুন্সী মুর্তজা আলী প্রমূখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শাখা ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন, রাফিজ আহমেদ ও নুরুউদ্দীন প্রমূখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ভাষা শহীদদের স্মরণে রবিবার রাত পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে ভিসির নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, শাপলা ফোরাম, সাদা দল, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী এবং সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন আবাসিক হল ও বিভাগসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সোমবার সকাল ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।