ঢাবির ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:১৮ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাদ দেয়া নিয়ে আলোচনা-সমালোচনার পর আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির বুধবারের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
ডিনস কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘ঢাবির ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সে জন্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘ডিনস সাব কমিটির সুপারিশ আজকের ডিনস কমিটিতে আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটা গ্রহণ করা হয়েছে। আর আমার ডিসেন্টের ব্যাপারে বলা হয়েছে, এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সেভাবে পরিবর্তন করা হবে।’
অধ্যাপক জিয়া আরও বলেন, ‘আগামীতে কীভাবে এই ইউনিট পরিবর্তন করা হবে, সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে এখন আমার সেটি ‘মনে পড়ছে না।’’
সভার আলোচনা নিয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সামাদ বলেন, ‘শুধু এ বছরের জন্য ‘ঘ’ ইউনিট থাকছে। এটিই আপাতত বড় খবর।