এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ পিএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:০৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।
আজ রবিবার ফল আনুষ্ঠানিকভাবে বোর্ড চেয়ারম্যানরা ফল হস্তান্তর করেন। এর আগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব নিজ নিজ বিভাগের ফলের চিত্র তুলে ধরেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন।
উল্লেখ্য, করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেয়া হয়। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ পরীক্ষার্থী বেশি ছিল।
গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।