উপাচার্যের বিষয়ে সিদ্ধান্ত রাষ্ট্রপতি নেবেন, বৈঠক শেষে শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ পিএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৩৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শাবিপ্রবি শিক্ষার্থীদের অধিকাংশ দাবি শিগগির পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে তিনি বৈঠক করেন।
শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু দিন আগেই একটা আন্দোলন হয়েছে। সে আন্দোলনের সময় আমরা শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করেছি। ওরা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে, এখানে যেন আমরা আসি। তাদের ১০ জনের একটি প্রতিনিধিদল আমাদের সঙ্গে কথা বলেছে। তাদের যা যা বক্তব্য আছে, পুরো ঘটনা সম্পর্কে তাদের কী বলার আছে সেগুলো সমস্ত তারা ঘটনা বর্ণনা করেছেন এবং তাদের কী দাবি আছে সেগুলো সম্পর্কে আলাপ হয়েছে আমাদের। আমি মনে করি আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরাও তাদের কথাগুলো বুঝতে চেষ্টা করেছি।’
তাদের যেসব দাবি আছে সেই দাবিগুলোর প্রায় সবগুলোই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, শিক্ষকতার মান, আবাসনের সুবিধার মান কী করে উন্নত করা যায়, অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সার্বিক পরিবেশ কী করে উন্নত করা যায় সে সংক্রান্ত, তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দাঁড় করিয়েছে। আমি তাদের অনুরোধ করেছিলাম, তোমাদের কী কী দাবি আছে সেগুলো আমাদের কাছে তুলে ধরতে পারো, আমরা সেগুলো বিবেচনা করবো। আমরা তাদের যে প্রস্তাবগুলো দেখলাম, তার মধ্যে বেশকিছু ইতোমধ্যে পূরণ করা হয়ে গেছে। আরও যেগুলো আছে সেগুলোর প্রায় সবই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও ভালো করার জন্যই তাদের প্রস্তাব দেয়া এবং আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছি তাদের এই প্রস্তাবগুলো। আমরা আশা করি, বাকি যে প্রস্তাব আছে সেগুলো একেবারে সক্রিয় বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব অধিকাংশই পূরণ করতে পারবো। সে উদ্যোগ আমরা নেব। কিছু কিছু উদ্যোগ ইতোমধ্যেই আমাদের আছে, বলেন শিক্ষামন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। অল্প কিছু দিনের মধ্যে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। বাকি সব বিশ্ববিদ্যালয়ের হলসহ সবকিছু খোলা আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এখনই কথা বলবো। আমরা চাই, এখানেও সেই একই অবস্থা বিরাজ করুক এবং সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি যাতে ফিরে আসে সে জন্য আমরা সবাই মিলে একযোগে কাজ করবো।’
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভিসিকে অপসারণের তাদের একটি দাবি ছিল। সে বিষয়ে আগেও তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আজও হয়েছে। তাদের যে বক্তব্য এবং কেন তারা সেটি চায়, তারা সেই বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছে। আমরা অত্যন্ত মনোযোগের সঙ্গে তাদের সেই বক্তব্যগুলো শুনেছি। আমরা তাদের বক্তব্য আচার্যকে অবহিত করবো, যেহেতু আচার্যই উপাচার্যকে নিয়োগ দেন কিংবা অপসারণ করেন। তাই তাকে আমরা অবহিত করবো, বাকি সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন।’