শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় যাচ্ছে শাবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১০ পিএম, ২১ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৪১ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে ঢাকায় যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে তারা ঢাকার পথে রওনা দেন। তবে- ক্যাম্পাসে অনশন ও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
দুপুরে ক্যাম্পাসের অনশনস্থলে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর বাসভবনে গিয়ে তারা ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে কথা বলেন। পরে বেরিয়ে আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন। এ সময় শিক্ষামন্ত্রী তাদের প্রতিনিধি দলকে ঢাকায় গিয়ে আলোচনার প্রস্তাব দিলে শিক্ষার্থীরা রাজি হন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন- তাদের একটি প্রতিনিধি দল বিকেলেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় যাবেন। তারা জানান- ভিসির পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে আন্দোলন চলমান থাকবে।
ঢাকায় বৈঠকে শিক্ষামন্ত্রী তাদের দাবি মেনে নিলে তারা অনশন ও আন্দোলন থেকে সরে যাবে।