তারুণ্য ধরে রাখবে করলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৪৩ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বয়সের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অনেক কিছুরই পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন লক্ষ্য করা যায় ত্বকেও। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে পড়ে যায় বার্ধক্যের ছাপ। কিন্তু কেউই চান না নিজের তারুণ্য হারাতে। এক্ষেত্রে নিজেদের তারুণ্য ধরে রাখতে হাতিয়াড় হিসেবে ব্যবহার করা যেতে পারে করলা।
রূপ বিশেষজ্ঞদের মতে, করলা চামড়ার ভাঁজ দূর করতে সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে করলা ব্যবহার করলে চেহারায় বয়সের ভাঁজ দূর হবে নিমিষেই-
>> করলায় রয়েছে প্রচুর ভিটামিন সি। তাই ত্বককে টানটান রাখতে সাহায্য করে। প্রতিদিন করলা সিদ্ধ করে লেবু ও লবণ যোগ করে খেলে ত্বকের জৌলুস বজায় থাকবে দীর্ঘদিন।
>> করলা রক্তের মধ্যেকার ক্ষতিকর পদার্থকে বিনষ্ট করে রক্তকে পরিশুদ্ধ রাখে। যার প্রভাব এসে পড়ে ত্বকেও। তাই ত্বক থেকে বয়সের ছাপ সরাতে ও ত্বককে সুন্দর রাখতে প্রতিদিন সকালে করলার রস খাওয়া যেতে পারে।
>> করলার রসের সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে তা মুখে মাখলেও উপকার পাওয়া যায়। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। মৃতকোষ ঝরিয়ে উজ্জ্বলতা আনে এই মিশ্রণ।