দুই জেলায় ত্রাণ বিতরণ করবে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৭ পিএম, ১১ জুলাই,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:৩৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বন্যাকবলিত দেশের দুই জেলা জামালপুর ও কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১১ জুলাই) দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
এতে বলা হয়, আগামী ১২ ও ১৪ জুলাই শুক্রবার ও রোববার জামালপুর ও কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির দুটি টিম।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও সাহাবুদ্দিন ফরাজীর নেতৃত্বে ১২ সদস্য নিয়ে গঠিত টিম উল্লিখিত দুটি জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও লাইটার বিতরণ করবে।