সব হারালেও নীতি আদর্শের সঙ্গে আপস করব না: ব্যারিস্টার সুমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩ পিএম, ২১ মে,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৬:০০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জীবনে সব কিছু হারালেও কখনো নীতি আদর্শের সঙ্গে আপস করবেন না বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, ‘আমি আমার নীতি আদর্শের জায়গায় কারও সঙ্গে কম্প্রোমাইজ করব না।’
সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন এই সংসদ সদস্য।
কিছু দিন আগে ব্যারিস্টার সুমন তার নির্বাচনী এলাকার জন্য কত টাকা বরাদ্দ পেয়েছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জানান। ফেসবুকে তার মন্তব্য নিয়ে বেজায় চটে যান জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।
ব্যারিস্টার সুমনের নাম না নিলেও চুন্নুর অভিযোগ, একজন সংসদ সদস্য সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে ৩৪৯ এমপির জন্য মর্যাদাহানিকর ঘটনা ঘটিয়েছেন। এজন্য তিনি স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সোমবার বিষয়টি নিয়ে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেন, ‘সংসদের বিষয়টি প্রকাশের পর আমি নতুন করে কোনো বরাদ্দ পাইনি। এটা আমার আদর্শিক জায়গা যে আমি যতটুকু বরাদ্দ পাব সেটি মানুষদের জানিয়ে দেব। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মানুষকে জানানো দরকার। এটি চালু হওয়া উচিত যে একটি নির্বাচনী এলাকায় কতটুকু বরাদ্দ হয়। আমি যেহেতু কোনো হারাম খাব না। আর আমি তো বলছি যে, জীবনে আমার যদি সব কিছু ছেড়ে দিতে হয়, সব কিছু হারাতে হয় হারাব, তারপরেও আমি এটা বলেই যাব। কপ্রোমাইজ করব না। আমি আমার এলাকার বরাদ্দ সবাইকে জানিয়ে দেব।