বুয়েটে ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব চায় ছাত্রলীগ: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০১:৩৪ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি চালু হলে ছাত্রলীগের একক দখলদারিত্ব প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধী দলের নেতা এবং জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে বুয়েটের এই প্রাক্তন শিক্ষার্থী বলেন, বুয়েটের রাজনৈতিক ভবিষ্যত কি হবে তা সেখানকার ছাত্ররাই ঠিক করবে। শিক্ষার্থীদের মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হবে না।
জি এম কাদের আরও বলেন, দেশে বিরাজনীতিকরণকে উৎসাহ দেয়া হচ্ছে।
এক দেশ, এক নেতা, এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই– এ ধরনের মতামতের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। অভিজ্ঞতার আলকে বলতে পাড়ি, বুয়েটে সরকারদলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করার দাবি সত্যিকার অর্থে ছাত্রলীগের একক দখলদারিত্বের প্রতিষ্ঠা করার একটি প্রয়াস।