হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ পিএম, ৩ এপ্রিল,
বুধবার,২০২৪ | আপডেট: ০২:২১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে খালেদা জিয়া বাসায় পৌঁছেছেন।
গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ইতিমধ্যে তাঁর শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে একজন চিকিৎসক জানিয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজ রাতে দেশি-বিদেশি চিকিৎসকদের জুমের মাধ্যমে একটি বৈঠক করার কথা রয়েছে।
এর আগে গত ২৭ মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়েছিল। মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন এবং তাঁকে বাসায় রেখেই চিকিৎসা দিয়ে আসছিলেন।
গত শনিবার আবার খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাঁর চিকিৎসা দেওয়া হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি।