বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ এএম, ২৮ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:২৬ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দেওয়া বিএনপি নেতারা তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলছেন না কেন, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি) রান্না ঘরে যেন ভারতীয় পণ্য, মশলা না যায়।
বিএনপি নেতাদের ভারতীয় পণ্য বয়কটের সমালোচনা করে সরকার প্রধান প্রশ্ন রাখেন, তারা তাহলে ভারতীয় পণ্য ব্যবহার বন্ধ করছে না কেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা এখন বলছেন, ভারতীয় পণ্য বর্জন করেন। তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলো এনে কে পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই বিএনপি নেতাদের সেই কথাগুলো জিজ্ঞাসা করেন। তাদের আলমারিতে যে কয়টা শাড়ি আছে সবগুলো এনে যেদিন ওই অফিসের সামনে পোড়াবেন, সেদিন বিশ্বাস করব আপনারা ভারতীয় পণ্য বর্জন করলেন।’
সভায় আওয়ামী লীগ নেতাদের আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা পর্ব। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর আলোকপাত করেন। ইতিহাস বিকৃত করে বিএনপি এখনও ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন মুক্তিযুদ্ধ শুরু হয় জিয়া তখন সোয়াত জাহাজ থেকে পাকিস্তানি আর্মির অস্ত্র খালাস করতে গিয়েছিলেন।’
শেখ হাসিনা বলেন, ‘আসলাম বেগ একটা চিঠি লিখেছিলেন জিয়াউর রহমানের কাছে। সেই চিঠিতে জিয়াউর রহমানের কার্যক্রমে সে সন্তুষ্টি জানিয়েছিল। কেন সন্তুষ্ট তা জানেন? যতগুলো সেক্টরে যুদ্ধ হয়েছে, আপনারা হিসাব করে দেখেন মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে যে সেক্টরে, তার দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান।’
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাসী নয়, ক্ষমতা দখল করে সরকারে যাওয়াকেই তারা গণতন্ত্র মনে করে। ওনারা নাকি গণতন্ত্র দেখেন না। দেখবে কি করে? তাদের চোখে তো স্বৈরতন্ত্রের ঠুলি পড়া।’