বনানীর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৩ এএম, ২৫ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০৯:০৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণসহ সার্বিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, আগুনের খবর শোনার পরপর সেখানে প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার বিকেল চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১২টি ইউনিট কাজ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তবে এতে কেউ হতাহত হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত একটি তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ এ আরাফাত। তিনি জানান, এই আসনের সব নাগরিকের বিষয়ে খোঁজ নেওয়া এবং তাঁদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার সর্বদাই পালন করে যাবেন তিনি।