আত্মসমর্পণে প্রস্তুত বিএনপির সাজাপ্রাপ্ত নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৮ এএম, ২০ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:২৩ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
এমন প্রেক্ষাপটে নির্বাচনের আগে বিভিন্ন মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নানা পর্যায়ের প্রায় দেড় হাজার নেতার বিভিন্ন মেয়াদে সাজা হয়। দলটির তখন অভিযোগ ছিল, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে পরিকল্পিতভাবে তড়িঘড়ি করে নেতাদের সাজা দেওয়া হচ্ছে। তবে সরকারবিরোধী আন্দোলন চলমান থাকায় সাজাপ্রাপ্ত নেতারা তখন আত্মসমর্পণ করেননি। কারণ, দলের তরফ থেকে তখন তাদের আত্মসমর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। দলের হাইকমান্ডের নির্দেশে গ্রেপ্তার এড়িয়ে আন্দোলন সফলের চেষ্টা করেছেন তারা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠায় গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা আত্মগোপনে থেকে আন্দোলন সংগঠিত করতে ভূমিকা রাখেন।
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবকবিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, হাবিবুর রশিদ হাবিব ও আকরামুল হাসান অন্যতম।
সাজাপ্রাপ্তদের মধ্যে হাফিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান এবং আমান উল্লাহ আমান এবং নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেওয়া মোহাম্মদ শাহজাহান আদালতে আত্মসমর্পণ করেন। আমান কারাগারে থাকলেও সম্প্রতি হাফিজ উদ্দিন জামিনে কারামুক্ত হয়েছেন। মোহাম্মদ শাহাজাহান কারামুক্ত হয়ে নৌকা এমপি হয়েছেন। মোহাম্মদ শাহজাহানের সঙ্গে আত্মসমর্পণ করা যুগপৎ আন্দোলনের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনও জামিনে মুক্তি পেয়েছেন। এ ছাড়া আলতাফ হোসেন চৌধুরী, রফিকুল আলম মজনু, এস এম জাহাঙ্গীর, শামীমুর রহমান শামীম, শেখ রবিউল আলম রবিও জামিনে কারামুক্ত হয়েছেন। সাজাপ্রাপ্ত ইকবাল হাসান মাহমুদ টুকু রয়েছেন বিদেশে।
জানা গেছে, দলের হাইকমান্ডের নির্দেশে সাজাপ্রাপ্ত নেতারা এখন আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহের মধ্যে হাবিব-উন নবী খান সোহেল, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, রাজীব আহসান ও জহির উদ্দিন তুহিন আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।