সিন্ডিকেটে বিএনপি জড়িত আছে কি না, সন্দেহ ওবায়দুল কাদেরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ১৪ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৮:০৫ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
দাম বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এমতাবস্থায় সন্দেহ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটে বিএনপির সংযোগ আছে কি না তা খতিয়ে দেখতে হবে বলে
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একটি রাজনৈতিক দল হিসেব যখন তাদের সব প্রচেষ্টা ব্যর্থতা নিমজ্জিত হয়েছে, তখন তারা অন্যান্য অনেক কিছুতে জড়িয়ে সরকারকে বিব্রত করা এবং সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিন্ডিকেট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে কিন্তু আমাদের এখন খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।