এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১ পিএম, ১৪ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৬:৪১ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের এক নম্বর বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে ছেড়ে যায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। পরে রাত সাড়ে ৮টায় হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা ১৫ মিনিট বাসা থেকে এভার কেয়ার হাসপাতাল উদ্দেশ্য রওনা করে ৬টা ৪৮ মিনিট হাসপাতালে পৌঁছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া।