দলীয় ইফতার পার্টি করবে না আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ এএম, ১৩ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০৩:২৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
এবার রমজানে সরকারি খরচে বড় কোনো ইফতার পার্টির আয়োজন না করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার দল আওয়ামী লীগও রমজানে ইফতার পার্টি না করার ঘোষণা দিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, গতবারের মতো এবারও রমজানে সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি করা হবে না। এর পরিবর্তে সারা দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে গরিব ও সাধারণ মানুষের মাঝে ইফতার, ত্রাণসামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পাদকমন্ডলীর সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।