বিভেদ মিটিয়ে দল গোছাতে রমজানেও কর্মসূচি আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ এএম, ১১ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০৩:৩২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আবারও সংগঠন গোছানোর কাজ শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সৃষ্ট বিভেদ মেটাতে রমজান মাসজুড়ে জেলা-উপজেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে উপজেলা নির্বাচনের প্রস্তুতি ও মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা কমিটি হালানাগাদের কর্মকাণ্ডও চালাবে দলটি।
আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, আসন্ন ঈদুল ফিতরের পর সারা দেশে দল পুনর্গঠনের কাজ শুরু হতে পারে। যেসব জেলা-উপজেলা বা অন্যান্য স্তরে সম্মেলনের পরও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেগুলো সম্পন্ন করা হবে। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে রমজানে মতবিনিময় সভা হবে।
"ঈদের পর সংগঠন পুনর্গঠনের কাজ পুরোদমে শুরু হবে। রোজার মাসে হবে প্রস্তুতিমূলক কাজ।"- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সূত্রগুলো আরও জানায়, রমজানে প্রতিদিন দুপুরের আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনো না কোনো জেলা-উপজেলার দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময় করবেন। এসব মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সৃষ্ট বিভেদ নিরসন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে করণীয় এবং মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোতে দ্রুততম সময়ে সম্মেলন অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া যেসব স্থানে সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, সেগুলো সম্পন্ন করার তাগিদ দেওয়া হবে।
আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, ঈদের পর সংগঠন পুনর্গঠনের কাজ পুরোদমে শুরু হবে। রোজার মাসে হবে প্রস্তুতিমূলক কাজ। তিনি বলেন, সংগঠন গোছানোর কাজ চলমান প্রক্রিয়া। তবে নির্বাচনসহ নানা কারণে গত এক বছর সেদিকে মনোযোগ দেওয়া যায়নি। এখন সংগঠন গোছাতে সময় দেওয়া হবে।
২০১৯ সালে দলের জাতীয় সম্মেলনের আগে থেকে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন শুরু হয়। ২০২২ সালের ডিসেম্বরের আগে সব জেলা-উপজেলায় সম্মেলন সম্পন্ন করা যায়নি। এর মধ্যে নতুন করে অনেক জেলা-উপজেলা কমিটির মেয়াদ পেরিয়ে গেছে। এ অবস্থায় নতুন করে সম্মেলন শুরুর মাধ্যমে দলকে সংগঠিত করা হবে।