বিএনপি রাজপথে থেকেই জনগনের অধিকার আদায় করবে : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:৪৫ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে বিএনপি আন্দোলনে যাবে না, নির্বাচন করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ ফেব্রুয়ারী সব জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ শহরে খানপুর এলাকায় মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ বিএনপির পদযাত্রাকে ভয় পায়। বিএনপি রাজপথে থেকেই জনগনের অধিকার আদায় করবে।
নারায়ণগঞ্জ মহাননগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান প্রমুখ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গুম, খুন আর দূর্নীতি হচ্ছে আওয়ামীলীগ সরকারের রাজনীতি। শেয়ার বাজারের টাকা কোথায় গেল। সব টাকা পাচার হয়ে গেছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার এত ভয় কেন। এতই যদি ভয় পান, তবে একটি আইন পাশ করেন, যে আপনি পদত্যাগ করে ক্ষমতা ছাড়ার পর আপনাকে কেউ কিছু করতে পারবে না। তার পদত্যাগ করে আসেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, গণতন্ত্র পূনরুদ্ধার, একটি অবৈধ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করা, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা আশা করি অচিরেই এই সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার প্রনয়ণ করবে, যে সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু গ্রহন যোগ্য নির্বাচন হবে।