ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে জরুরি ওষুধ ও শুকনা খাদ্যসামগ্রী পাঠালো বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৩ পিএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:৫২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যয়ে পড়া মানুষের জন্য জরুরি ওষুধ ও শুকনা খাদ্যসামগ্রী পাঠালো বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় ঢাকায় তুরস্ক দূতাবাসে গিয়ে বিএনপির প্রতিনিধি দল ওষুধ ও খাদ্যসামগ্রী হস্তান্তর করে।
প্রতিনিধি দলে বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ছিলেন।
এ সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান-কে একটি চিঠি দিয়েছেন বিএনপি'র প্রতিনিধি দল।