চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৯ এএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:০৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ১৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবেন সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে।
এর আগে গত ৯ই ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টায় সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গিয়েছিলেন।
সেখানকার দুটি হাসপাতালে তারা চিকিৎসা নেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। এবার সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেন তিনি।
রাহাত আরা বেগম চিকিৎসা নেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।