আগামীকাল ঢাকায় বিএনপির পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ এএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:০৩ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আগামীকাল শুক্রবার ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। এদিন দুপুর আড়াইটায় পৃথকভাবে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
উত্তরায় জসীম উদ্দীন রোড মোড় থেকে রাজলক্ষ্মী আমির কমপ্লেক্স হয়ে রবীন্দ্রসরণি-কাবাব ফ্যাক্টরি মোড়-গাউসুল আযম অ্যাভিনিউ-শাহ মখদুম অ্যাভিনিউ-ময়লার মোড় হয়ে জমজম টাওয়ার-মাসকাট প্লাজা হয়ে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হবে মহানগর উত্তরের পদযাত্রা।
এ ছাড়া গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে টিকাটুলী-রাজধানী মার্কেট (র্যাব-৩ অফিসের সামনে দিয়ে) স্বামীবাগ-দয়াগঞ্জ-বানিয়ানগর মোড় সাদেক হোসেন খোকা মাঠের পাশ দিয়ে ধোলাইখাল-রায়সাহেব বাজার চৌরাস্তা-তাঁতীবাজার মোড় হয়ে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে মহানগর দক্ষিণ বিএনপি।
দুই মহানগর বিএনপির পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও দুই মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।