বগুড়ায় ছাত্রদলের সভাপতি-সম্পাদকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ পিএম, ১৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৩:৪২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ বুধবার দুপুরে বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের মুক্তির দাবিতে ছাত্রদল আযিজুল হক কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন রাফিউল আল আমিন, আলমগীর হোসেন, বিপ্লব মিয়া, ফিরোজ কবির, মাহবুবুর রহমান, শকিল, শাহাদাত, সাফিউল, রিয়াদ, সিজান, সিহাব, নোমান, রাকিব, রাজ, শাকিল মিয়া, সজিব, শাহিন, সিয়াম, মিলন তাইজুল জহুরুল বাদল রাহাদ সৌমিক রাসেল মেহেদী মিজু জুলফিকার আবু তৈয়ব মনোহার সৈকত আতিক রুফাদ সামিউল আইনুল রাহাদ রাব্বি আল আমিন সৈকত জিয়াম আরাফাত আরিফ আবির সৌরভ মাসুদ রানা জিহাদ রিয়াদ সজিব বাঁধন মেহেদী শাহাদাত নোমান শাকিল আশিক জাকির শাকিল সাফিউল রাব্বি সম্রাট নাজমুল প্রমুখ।