ইঞ্জিনিয়ার সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় এ্যাবের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৭ পিএম, ১৪ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:৩৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সংসদীয় আসন (নেত্রকোণা-৩) কেন্দুয়া-আটপাড়ার গণমানুষের নেতা এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম (সিআইপি)-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী হাছিন আহম্মেদ।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ধাবিত করেছে।
সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান কর্তৃত্ববাদী আ'লীগ সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিসাৎ এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে। বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে পেশাজীবী জনতা এখন আরও বেশি ঐক্যবদ্ধ। আর এই কারণেই ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম (সিআইপি)-এর মতো পেশাজীবীদের বিরুদ্ধে এমন মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।”
এ্যাবের শীর্ষ নেতৃদ্বয় অবিলম্বে পেশাজীবী সংগঠনটির উল্লিখিত সহ-সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ।