অভিকে আহ্বায়ক ও মোহনকে সদস্য সচিব করে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:৪৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নাজমুল হাসান অভিকে আহবায়ক, মোঃ আসাদুজ্জামান মোহন কে সদস্য সচিব, ওয়ালী উল্লাহ সেলিম কে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান কে কৃতজ্ঞতা এবং নবগঠিত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক দেলোয়ার হোসেন মাদবরের নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে গেন্ডা বাসস্ট্যান্ডে থেকে শুরু করে সাভার থানা রোড প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন রোমান, যুগ্ম আহ্বায়ক পাভেরুল ইসলাম রাব্বি, রাকিব হাসান, মোহাম্মদ, সুমন, সাইদুল ইসলাম, কবির মোল্লা, জয়নাল প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক দেলোয়ার হোসেন মাদবর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল রাজবন্দীর মুক্তি চান, এ সময় তিনি সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক অ্যাড. মেহেদী হাসান মাসুমের মুক্তি চেয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের দাবী জানান।