মাদারীপুরে শাজাহান খানের উপস্থিতিতে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ এএম, ১৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:১১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মাদারীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভায় স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের উপস্থিতিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পূর্ব পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন— পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জুয়েল হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (২৫), মনা খলিফার ছেলে মাসুদ খলিফা (৩৫), নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (২৮), খালেক মুনশির ছেলে নাঈম মুনশি (১৭), লিটন হাওলাদারের ছেলে অর্ক হাওলাদার (১৬) ও ছালাম জমাদ্দারের ছেলে আলী হোসেন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের এক পরিচিত সভায় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে স্বপন হাওলাদার।
সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এ ছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সভায় রাস্তি ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল মোল্লা ও পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লার নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থালে আসে। এর পরেই শুরু হয় হট্টগোল।
একপর্যায় বেল্লাল মোল্লা ও নাসিরউদ্দিন সমর্থকদের সঙ্গে পাঁচখোলা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি এনামুল হকের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ১২ জন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুপক্ষের সংঘর্ষ হওয়ায় সংক্ষিপ্ত আকারে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভাশেষ করা হয়। এদিকে হামলায় আহতদের দেখতে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আসেন সংসদ সদস্য শাজাহান খান। এ সময় তিনি আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের সভায় চেয়ারে বসা নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে ঘটনা তেমন বড় নয়। কেউ গুরুতর আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি।