রাজধানীর বাড্ডায় জামায়াতের বিক্ষোভ
কোটি মানুষের সমর্থনপুষ্ট জামায়াতের কর্মীদের ওপর লাঠি তুলবেন না : সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ১০:০৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোটি মানুষের সমর্থন পুষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধিকার হরণ করে কর্মীদের ওপর লাঠি তুলবেন না। আপনারা আমাদের নেতাদের ফাঁসি দিয়েছেন। নেতাদের বন্দি রেখেছেন। অন্যায়ভাবে হত্যা করেছেন। আপনারা আমাদের গায়ে হাত তুলেছেন, তবুও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন লঙ্ঘন করবো না।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী শাখা আয়োজিত জাতীয় পাঠ্যসূচি থেকে নাস্তিক্যবাদী ও ইসলাম বিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মূল্য হ্রাস, আমীরে জামায়াতসহ সকল রাজবন্দির মুক্তি এবং নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে এক বিক্ষোভ পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিক্ষোভ মিছিলটি বাড্ডার সুবাস্তু ভ্যালি এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলশান লিংক রোড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কল কারাখানায় উৎপাদন বন্ধ রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মূ্ল্যস্ফীতি হয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তারা।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক এবং ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, জিয়াউল হাসান,মুহিবুল্লাহ, মু. আতাউর রহমান সরকার, নাসির উদ্দিন প্রমুখ।
প্রশাসনের উদ্দেশ্যে সেলিম উদ্দিন বলেন, আপনারা আমাদের প্রতিপক্ষ নন। আমাদের ব্যাপারে সরকারের যদি কোন কথা থাকে তা বলতে পারে। আপনারা মিছিলে বাধা দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। জাতি এসব আর বেশিদিন চলতে দিবে না। আপনারা আমাদের গায়ে লাঠি তুলবেন না।
তিনি আরও বলেন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ,বিশেষ করে শিক্ষাঙ্গনকে যেভাবে কলুষিত করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল রাজবন্দির মুক্তি দিতে হবে।
জামায়াতে ইসলামীর জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ নতুন কোন দল নয়। দেশের প্রাচীন দলগুলোর মধ্যে অন্যতম জামায়াত। কোটি কোটি মানুষ জামায়াতকে সমর্থক করে। আপনারা কোটি কোটি মানুষের অধিকার হরণ করতে পারেন না।
তিনি দেশবাসী ও নগরবাসীকে জামায়াতের কর্মসূচিতে অংশগ্রহণ করে ঐক্যবদ্ধভাবে জালিম সরকারের পতন আন্দোলনে নেমে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ করলে পুলিশ নেতাকর্মী ও পথচারীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কিছু নেতাকর্মী ও পথচারী আহত হন। এসময় অন্যায়ভাবে পথচারীসহ ৮/১০ জনকে আটক করেছে পুলিশ।