ঝিনাইদহের বিভিন্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসুচিতে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৯ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১০:২৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঝিনাইদহের বিভিন্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসুচিতে হামলা ও গ্রেফতারের অভিযোগ উঠেছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) কর্মসুচি শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ এই হামলা চালায় বলে অভিযোগ করেছে বিএনপি।
ঝিনাইদহে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ এক বিবৃতিতে দাবী করেন, শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলা আড়পাড়া গ্রামে আওয়ামী লীগ হামলা চালিয়ে যুবদল নেতা সাইদ হাসান হিরোন ও সেচ্ছাসেবকদল নেতা তাকিউল ইসলাম সাদ্দামের পা ভেঙ্গে দেয়। শৈলকুপার কাঁচেরকোল গ্রামে বিএনপির পদযাত্রার ছবি তোলার সময় পঞ্চম শ্রেনীর ছাত্র আরাফাত হোসেনকে বিত্তিপাড়া গ্রামে পিটিয়ে জখম করা হয়েছে।
জেলা বিএনপির প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় শান্তিপুর্ন পদযাত্রা করার পরও আওয়ামীলীগ ঝিনাইদহ সদর উপজেলা'র ৩ নং সাগান্না ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিঃ মোঃ আলামিন, ঘোড়াশাল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তয়েবুর রহমান, একই ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি উলফাত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহেল রানা মশা, শৈলকুপা উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নওয়াব আলী নওয়াব, হরিণাকুন্ডুর ভায়না ইউনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ মওয়া বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জহিরুল বিশ্বাস, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কঃ নজরুল ইসলাম তোতা, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিবঃ মোঃ মিলনের বাড়ী ভাংচুর, নলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তিলামের ব্যাবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর, মহেশপুর উপজেলা'র ফতেপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রায় রাবার বুলেট নিক্ষেপ ও ৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করা হয়।
এছাড়া রাতে পুলিশ ও আওয়ামীলীগের কর্মীরা দেশী অস্ত্র নিয়ে বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হুমকী ও হামলার হুমকী দিচ্ছে বলে দাবী করা হয়।