ঝিকরগাছায় বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:০২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পুলিশ ও ক্ষমতাসীন দলের বাধা উপেক্ষা করে যশোরের ঝিকরগাছায় বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, ফ্যাসিবাদি সরকারের দমন-নিপীড়ন, আওয়ামী সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে ও বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্র্রয়াজনীয় দ্রব্যমূল্য দাম কমানোসহ ১০দফা দাবীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছায় ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপুর নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। কিন্তু ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, অফিসার ইনচার্জ (তদন্ত) ওহিদুর রহমান, এসআই আমির, এসআই সুমনসহ পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের অনুমতির কাগজ না থাকায় পদযাত্রা বন্ধ করে দেয়।
এছাড়া মাগুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কায়েমকোলা বাজারে, পানিসারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারাঙ্গালী মোড়ে ও হাজিরবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুল্লাবাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়। অপরদিকে ঝিকরগাছা ইউনিয়নের লাউজানী বাজারে, শিমুলিয়া ইউনিয়নের কাউন্সিল বাজারে, বাঁকড়া ইউনিয়নের বাঁকড়া বাজারে, গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজারে পদযাত্রা শুরু করলেও পুলিশের বাধার কারনে পন্ড হয়। পুলিশের অনুমতি না থাকায় শংকরপুর ও নির্বাসখোলা ইউনিয়ন বিএনপি এদিন কোন কর্মসূচি পালন করেননি।
ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গদখালী ইউনিয়নে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধাদেয়। এছাড়া শিমুলিয়া ইউনিয়নের কাউন্সিল বাজারে পদযাত্রা শুরু করলে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম (৬০), যুবদল নেতা শাকিল বিশ্বাস (৩৫) ও আব্দুর রশিদ মিজি (৩০) মারাত্বক ভাবে আহত হয়।
গঙ্গানন্দপুর ইউনিয়নে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে মোটরসাইকেলে করে মহড়া দিয়ে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করে পদযাত্রা পন্ড করে দিয়েছে।শুক্রবার রাতে নেতাকর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশীসহ নাভারন ইউনিয়নের কুন্দিপুর গ্রামের বাসিন্দা ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম (৪৫) কে আটক করা হয়েছে বলে ইউনিয়ন বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মিনু জানিয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, লাউজানী বটতলা থেকে পদযাত্রা শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক পার হয়ে লক্ষিপুর অভিমূখে যাওয়ার সময় পুলিশের বাধায় বন্ধ হয়।ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নে পৃথক এসব পদযাত্রায় প্রতিনিধি হিসেবে অংশ গ্রহণ করেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ মিজানুর রহমান খাঁন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, আশফাকুজ্জামান খাঁন রনি, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, হাবিবুর রহমান মন্টু, আরমান হোসেন কাকন, বিএনপি নেতা গোলাম কাদের বাবলু, এনামুল হক, শাহিন আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, ইউনিয়ন বিএনপি নেতা সরদার শাহাজাহান আলী, নুরুজ্জামান, কাজী আব্দুস সাত্তার, তবিবর রহমান তবি, শাহাজাহান আলী, দাউদ হোসেন, সালাউদ্দিন খাঁন সোহেল, আব্দুল মাজিদ, তমেজ উদ্দিন, জহিরুল ইসলাম লিন্টু, জাহিদ হোসেন, ওহিদুজ্জামান লিটু, জামশেদ আলী, জামির হোসেন, বজলুর রহমান, রিকাব আলী, আশরাফুজ্জামান আশা, ডাঃ আবুল খায়ের, ওহিদুজ্জামান লিটু, আয়ুব হোসেন, আব্দুর রহমান আব্দার, এনামুল হক, আখিজুর রহমান পলাশসহ এসব ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।