কিশোরগঞ্জের হোসেনপুরে তিনটি ইউনিয়নে বিএনপির পথযাত্রায় পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১২:২৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজলার ছয়টি ইউনিয়নে বিএনপির পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে এর মধ্যে তিনটি ইউনিয়নে বিএনপির পথযাত্রা পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।
পথযাত্রায় অংশ নেয়া হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন জানান, সাহেদল ইউনিয়নের আশুতিয়া এলাকা থেকে আমার নেতৃত্বে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক অতিক্রম করার পর কুড়িমারা এলাকায় পুলিশ বাধা দিয়ে থামিয়ে দিয়েছে। এছাড়া গোবিন্দপুর ও জিনারী ইউনিয়ন দুটিতেও বিএনপির বের হওয়া মিছিলে পুলিশ বাধা প্রদান করলে ছত্রভঙ্গ হয়ে যায়। পদযাত্রায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তবে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জমান টিটু জানান, পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় মুখোমুখি হওয়ার আশংকায় তিনটি ইউনিয়নে পুলিশ বাধা দেয়।