সরকার শুধু চাপার জোরে আজকে ক্ষমতায় টিকে আছে : কুসুম বড়ুয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৮ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১০:৩৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার বলেন, সরকার সাধারণ মানুষের দিকে তাকায় না। তারা দিনে দিনে ফুলেফেঁপে উঠছে। এরা কথার জোরে, শুধু চাপার জোরে আজকে ক্ষমতায় টিকে আছে। বারবার মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করছে। আওয়ামীলীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারেনা।
পাকিস্তান আমলে এই আওয়ামী লীগ ২২ পরিবারের বিরুদ্ধে স্লোগান দিত। সেই আওয়ামী লীগ ২২ হাজার পরিবার তৈরি করেছে। সেই পরিবার বাংলাদেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে এবং লুটের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই তারা লুট করেছে, সন্ত্রাস করেছে। মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। ১৯৭৫ সালে একদলীয় বাকশাল করেছিল, একই কায়দায় এখনো বিরোধী দলকে দমন করছে।
কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা আংশ হিসাবে গ্যাস-বিদুৎ-চাল-ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে হাটহাজারী উপজেলার ১১ ফতেপুর ইউনিয়ন ইউনিয়ন পদযাত্রায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান বক্তা উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ বলেন, বর্তমান অনির্বাচিত সরকার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। দেশে পুরোপুরি লুটপাটের রাজত্ব তৈরি করেছে। তারা যখনই ক্ষমতায় আসে তখনই লুটপাট করে। দেশের মানুষকে ভয় দেখিয়ে শাসন করে। আওয়ামী লীগ কখনো জনগণকে সঙ্গে নিয়ে এগোতে পারে না। তারা মানুষকে ভুল বুঝিয়ে, প্রতারণা করে ভোট নেওয়ার চেষ্টা করে। তারপর ক্ষমতায় এলে আসল চেহারা বেরিয়ে আসে বলে উল্লেখ করেন।
ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বের সদস্য সচিব শহীদুল্লাহ মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন শফিউল আলম, নাজিম উদ্দিন, এমদাদ হোসেন, দিদারুল আলম, মোহাম্মদ ফরিদ, আলমগীর হোসেন ভূট্টু, মাহমুদুল আলম, নুরুল আলম, মোঃ জাহাঙ্গির কোম্পানী, ইয়াকুব মনা,মোহাম্মদ আবুল কালাম, ইমরান চৌধুরী, আব্বাস হোসেন ভান্ডারী, মোহাম্মদ জাফর, জাসির উদ্দিন বাবুল, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আবু, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জসিম, বকতিয়ার উদ্দীন, মোহাম্মদ এনাম, মোহাম্মদ মন্নান, মোজাম্মেল, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সুমন, মোহাম্মদ তাজু উদ্দীন প্রমুখ। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নং আলাওল সড়কে ইউনিয়ন পদযাত্রা করে।