আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাব : আবু সুফিয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:৫০ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। এক লাফে গ্যাস সিলিন্ডারের দাম ২৬৩ টাকা বেড়েছে। আজকে সাধারণ মানুষকে কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। এই সরকার আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তারা আমাদের সংসদ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ধর্মবোধকে ধ্বংস করেছে। আমাদের সত্যিকার অর্থে একটা নতজানু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। এই সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন মানুষ সরকারের পতন দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়। এখনো সময় আছে ক্ষমতা ছেড়ে দিন। এই আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাব।
তিনি আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে বোয়ালখালীর শাকপুরায় বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গ্যাস-বিদ্যুৎ চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডাঙ্গাসহ প্রতিটি ইউনিয়ন বিএনপি এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। পদযাত্রা কর্মসূচি চলাকালে সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ করা হয়।
আবু সুফিয়ান বলেন, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইউনিয়ন পর্যায় থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি শুরু করেছি। আমরা ধীরে ধীরে মানুষের অধিকারকে রক্ষা করার জন্য সামনের দিকে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য আমরা এগিয়ে চলছি। ইতোমধ্যে ইউনিয়ন পদযাত্রার কর্মসূচিতে গ্রামের মানুষের জোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে নিয়ে এগিয়ে চলার মধ্য দিয়ে আমরা এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। এগিয়ে চলাই হবে আমাদের বিজয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপি'র আহবায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা ফেয়ার আহমেদ, ইকবাল হোসেন সহ নেতৃবৃন্দ।