গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১০ দফা দাবীতে শাহজাদপুরে বিএনপি'র পদযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২১ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:৩২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) কেন্দ্রীয় কর্মসূচি'র অংশ হিসাবে শাহজাদপুর উপজেলা'র বিভিন্ন ইউনিয়নে বিএনপি'র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পদযাত্রা উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা'র বেলতৈল ইউনিয়ন বিএনপি'র আয়োজনে বেলতৈল ইউনিয়নের ঘোড়াশাল মোল্লা মার্কেট থেকে শাহজাদপুর পৌর বিএনপি'র সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম নুরু'র নেতৃত্বে পদযাত্রা বের করে আইগবেড়া স্কুলে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ শামসুল হক, উপজেলা যুবদল নেতা মাসুম রানা,পৌর ছাত্রদলের আহবায়ক বাচ্চু ফকির প্রমুখ। সকাল সাড়ে ১০ টায় হাবিবুল্লাহনগর ইউনিয়নের নারুয়া ক্লাব থেকে পৌর বিএনপি'র সাধারন সম্পাদক হাজী আয়ুব আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলাল হোসেন, ইউনিয়ন বিএনপি'র আহবায়ক হাজী নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম নান্নুর নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়। বেলা ১১টায় পোতাজিয়া ইউনিয়নের নুকালী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি, রেজাউল ইসলাম রাজা, ইউনিয়ন বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চুন্নু ও সাধারন সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে ও সেরাজুল ইসলাম শেরাজের তত্ত্বাবধানে একটি পদযাত্রা বের করা হয়। বেলা ১১টায় উপজেলা'র কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর বাজার থেকে উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. রায়হান উদ্দিন, কায়েমপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মোয়াজ্জেম হোসেন নান্নু,সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে পদযাত্রা বের করা হয়।
এসময় পদযাত্রায় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আনিছুর রহমান প্রমুখ। বেলা ১১ টায় গালা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম সাকিক, সাধারন সম্পাদক খন্দকার মাসুদ রানা, গালা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবু সাঈদ ও সাধারন সম্পাদক শাইদুল ইসলামের নেতৃত্বে গালা মের্দা বাড়ী মাদ্রাসা থেকে পদযাত্রা বের করে ফকির পাড়া মাদ্রাসায় গিয়ে শেষে করে। বেলা ১১টায় উপজেলা'র নরিনা ইউনিয়নের নরিনা আজিজ মার্কেট থেকে উপজেলা বিএনপি'র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুস সালাম,ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী আমিনুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে পদযাত্রা বের করে বাচামাড়া বাজারে গিয়ে শেষ করে। বেলা ১১টায় কৈজুরী ইউনিয়ন বিএনপি'র আয়োজনে কৈজুরী হাটখোলা থেকে কৈজুরী ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক মারফত আলী প্রাং শাহজাদপুর পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনের নেতৃত্বে পদযাত্রা বের করে পাচিল বাজার গিয়ে শেষ করে। একই সময় পোরজনা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে পোরজনা ইউনিয়নের কাকুরিয়া থেকে উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, ইউনয়ন বিএনপি'র সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে পদযাত্রা বের করে উল্টাডাব বাজারে গিয়ে শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ-আল মামুন জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।