না’গঞ্জের ফতুল্লায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০১:০২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ,দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ,খালেদা জিয়ার মুক্তির দাবী,সকল কারাবন্দী নেতা- কর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী সহ দশ দফা দাবী আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনানুযায়ী ফতুল্লা ইউনিয়ন বিএনপিও অঙ্গ- সংগঠনের উদ্দ্যেগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ ফতুল্লা মডেল থানার সস্তাপুরস্থ সদর উপজেলা গেইট থেকে শুরু হয়ে রেল লাইন বটতলা হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ডের জনতা ব্যাংকের নিচে এসে শেষ হয়।
ফতুল্লা থানা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব এডঃ আব্দুল বারী ভুইয়ার নেতৃত্বে পদযাত্রা কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক শাহাআলম বেপারী, সদস্য সচিব আজিজুল হক চৌধুরী রয়েল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা বিএনপির সদস্য রুহুল আমিন শিকদার, নাসিম আবেদীন, সৈয়দ জাকির, আলমগির, মুসলিম, হাসান মাহামুদ পলাশ,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, মামুন হোসাইন, হারুনুর রশিদ, আরিফ প্রধান, নাঈম মোল্লা, সেলিম প্রমূখ।