ধামরাইয়ে বিএনপির ইউনিয়ন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০১:০৮ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ তত্বাবধানে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক নাজমুল হাসান অভি'র নেতৃত্বে ধামরাই ইউনিয়নের ভাড়ারিয়া থেকে পদযাত্রা শুরু করে ধামরাই ইউনিয়ন পরিষদের সামনে এসে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি শেষ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা, ধামরাই থানার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক মীর আকিব, পারভেজ পাঠান, রাশেদুল ইসলাম, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল নেতা শরীফুল ইসলাম, নাঈম সহ শতাধিক নেতাকর্মী।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, আওয়ামী লীগ অগণতান্ত্রিক ও গনবিরোধী কার্যকলাপ, ভয়াবহ দুর্নীতি ও লুটপাট, প্রশাসন সহ সর্বক্ষেত্রে দলীয়করণ, ভোটাধিকার, মানবাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের ফলে গোটা দেশ আজ বিপর্যস্ত। দেশের মানুষ আজ ঠিক মত তিনবেলা খেতে পারছেনা, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। আমরা জনগনকে সাথে নিয়ে এ সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।