বগুড়ার শেরপুরে কুসুম্বী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:২২ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভোটারবিহীন বর্তমান নিশিরাতের সরকারের অগণতান্ত্রিক, 'গণবিরোধী' কার্যকলাপ, দুর্নীতি, দলীয়করণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ এবং চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয়করণসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বোডের হাট বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন , প্রধান বক্তার বক্তব্য রাখেন কুসুম্বী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদিকা ও ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটি, ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি গোলাম রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সমর আলী, সহ-কোষাধ্যক্ষ কে এম শিহাব, বিএনপি নেতা আবদুস সালাম বাচ্চু, বেলায়েত হোসেন, তোজাম্মেল হক, মাসুদ, আব্দুল লতিফ, আমজাদ হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মতিন, হেলাল, আমিনুল ইসলাম, মজনুর রহমান, আব্দুল হান্নান, ইউনিয়ন যুবদল নেতা বাবলু হোসেন, সজিব সরদার, স্বেচ্ছাসেবকদল নেতা ফেরদৌস জামান কাফি, মাসুম, শামীম, উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন বাকি, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাসুম, ইউনিয়ন কৃষকদল সভাপতি আবু সায়েম শাহিন, মৎস্যজীবী দলের সভাপতি আবু তালেব, কুসুম্বী ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন, সাকিব হাসান বাবু প্রমুখ।